প্রতিষ্ঠানের ইতিহাস

স্কুলের ইতিহাস শৈলজানাথ মাধ্যমিক বালিকা বিদ্যালয়টি ঝিনাইদহ জেলার সদর উপজেলার ১৫ নং কালীচরণপুর ইউনিয়ন পরিষদের সন্নিকটে কালীচরণপুর গ্রামে অবস্থিত নারী শিক্ষার প্রসার ঘটানোর লক্ষ্যে শিক্ষা প্রত্যাশী অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণের মাধ্যমে এই বিদ্যালয়টি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয় বাবু স্মৃতি কুমার মিত্র, পিতা প্রদ্যুৎ  কুমার মিত্র, মাতা অমিয় বালা ।গ্রামও ডাকঘর কালীচরণপুর, জেলা ও উপজেলা ঝিনাইদহ। বিদ্যালয়টির প্রতিষ্ঠালগ্নে ১৮২ শতাংশ জমি দান করেন তাঁর এই মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁর মতামতের ভিত্তিতে শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ তাঁর দাদু (মায়ের বাবা) তৎকালীন জমিদার শৈলজানাথ গুহ রায় এর নামে বিদ্যালয়টির নামকরণ করা হয় শৈলজানাথ মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বিদ্যালয়টি প্রতিষ্ঠা লগ্ন থেকে যশোর শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত হয়ে আসছে এবং ধারাবাহিকভাবে জে এস সি ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে সুনাম অর্জন করছে শিক্ষার্থীদের নৈতিক মানসিক ও সৃজনশীল বিকাশে গুরুত্ব দিয়ে বিদ্যালয়টি এগিয়ে চলছে বর্তমানে একটি প্রশিক্ষিত শিক্ষক মন্ডলী ,পাঠদান উপযোগী শ্রেণীকক্ষ এবং সহায়ক শিক্ষা বান্দব পরিবেশ ও এসএসসি পরীক্ষায় ভালো ফলাফলের মাধ্যমে বিদ্যালয়টি অন্যতম মান  সম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে।